জ্বর-শ্বাসকষ্টে রাঙ্গামাটি ও নোয়াখালীতে ২ জনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটি ও নোয়াখালীতে দুই জনের মৃত্যু হয়েছে।
আমাদের রাঙ্গামাটি সংবাদদাতা জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি গতকাল দিবাগত রাত ২টার দিকে মারা যান। তিনি রাঙ্গামাটি শহরের রূপনগর এলাকার বাসিন্দা ছিলেন।
সিভিল সার্জন বিপাশ খীসা দ্য ডেইলি স্টারকে জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, গত ১০ এপ্রিল ওই ব্যক্তি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাকে আইসোলেশন সেন্টারে রাখা হয়।
অন্যদিকে, নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ৪৫ বছরের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। ব্যক্তির বাড়িসহ আরও দুইটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা ও স্বাস্থ্য প্রশাসন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, ওই ব্যক্তি সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেননি। যেহেতু উনার শরীরের করোনার কিছু উপসর্গ ছিল তাই নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ দুপুরে নমুনা পরীক্ষা করার জন্য চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিস (বিআইটিআইডি) এ পাঠানো হয়েছে।
Comments