ধোনির শেষ দেখে ফেলছেন গম্ভীর
বিশ্বকাপের পর আর ভারতীয় দলে ডাক পড়েনি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। কিন্তু অবসরও নেননি তিনি। অবসর নিয়ে কোন কথাও বলেননি এই সময়ে। আবার তার ভারতীয় দলে ফেরা ও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা নিয়ে আলাপও চলছে। তবে সাবেক সতীর্থ গৌতম গম্ভীর প্রশ্ন রেখেছেন, কীসের ভিত্তিতে জাতীয় দলে ফিরবেন ধোনি?
খেলোয়াড়ি জীবনে নানান ঘটনায় গম্ভীরের সঙ্গে ধোনির শীতল সম্পর্ক আছে। সম্প্রতি ২০১১ বিশ্বকাপ জেতা নিয়ে ধোনিকে একক কৃতিত্ব দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন গম্ভীর।
কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান এবার খোলামেলাভাবেই ধোনির শেষটা নিয়ে কথা বলেছেন। করোনাভাইরাসের কারণে আইপিএল অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় ৩৮ পেরুনো ধোনিকে আর হিসাবে নিচ্ছেন না তিনি, ‘সে তো গত এক বছর ধরে খেলছে না। এবার যদি আইপিএল না হয় তবে কীসের ভিত্তিতে তাকে দলে নিবে? আইপিএল না হলে তার সম্ভাবনা নেই বললেই চলে। এটা ভারতকে প্রতিনিধিত্ব করা। এখানে সেরা তারকারাই সুযোগ পাবে। যে দেশকে জেতানোর সামর্থ্য রাখে, তারই সুযোগ পাওয়া উচিত।’
এমনকি টি-টোয়েন্টিতে ধোনির বিকল্পও ঠিক করে ফেলেছেন গম্ভীর। এমনিতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেব ঋষভ পান্ত দৌড়ে থাকলেও গম্ভীর মনে করেন লোকেশ রাহুল মেটাতে পারেন দলের চাহিদা, ‘ধোনির আদর্শ বিকল্প হতে পারে লোকেশ রাহুল। সাদা বলের ক্রিকেটে রাহুল কিপিং করলে দলে ভারসাম্য আসে। ব্যাটিং, কিপিং দুটোতেই পারফরম্যান্স ভাল ওর। ধোনির মতো অত ভাল কিপার না হলেও ব্যাটিংয়ে অনেক এগিয়ে। তিন চারে ব্যাট করে দেবে। সে ইউটিলিটি খেলোয়াড়।’
Comments