চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলিচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মানিক (৩০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মানিক সদর উপজেলার তাহেরপুর গ্রামের তাজেমুল ইসলামের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু আহসান রাসের দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোর ৫টার দিকে নয়াগোলা এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে ট্রলির পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ট্রলিচালকের মৃত্যু হয়। পুলিশ নিহত ট্রলিচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছেন।’
এ ছাড়া, পিকআপ ভ্যান ও ট্রলিটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Comments