ভারতে লকডাউন বাড়ল ৩ মে পর্যন্ত
করোনাভাইরাস মোকাবিলায় ভারতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী ৩ মে পর্যন্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হলেও ২০ এপ্রিলের পর তা কিছুটা শিথিল করার কথাও বলেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আগামী ২০ এপ্রিল পর্যন্ত সব রাজ্যে লকডাউন পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কোথায় কোথায় করোনা সংক্রমণ বাড়ছে সেদিকে খেয়াল রাখা হবে। যেসব অঞ্চলে দেখা যাবে নতুন করে আর করোনার সংক্রমণ ছড়াচ্ছে না, সেসব অঞ্চলে ২০ এপ্রিলের পর থেকে লকডাউনের ক্ষেত্র থেকে কিছু কিছু ছাড় দেওয়া হবে।’
এর আগে ভারতে ঘোষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ আজ রাতে শেষ হওয়ার কথা।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১০ হাজার ৪৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৫৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৩ জন।
Comments