করোনার সময়ে বেলারুশ লিগে মাঠে হাজারো দর্শক, বিতর্ক
করোনাভাইরাস মহামারিতে পুরো বিশ্বে সমস্ত খেলাধুলাই বন্ধ। এই কথা একটু ভুল আছে। ইউরোপে এই ভাইরাস ভয়াল থাবা বসালেও বেলারুশ বন্ধ করেনি তাদের লিগ। আর পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকায় তাজিকিস্তানও চালু করেছে তাদের ফুটবল লিগ। কিন্তু বেলারুশে কেবল লিগই চলছে না। করোনায় প্রায় ৩ হাজার মানুষ আক্রান্ত হলেও মাঠে দর্শক উপস্থিতিও ভয় ধরিয়ে দেওয়ার মতো।
ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে, মারা গেছেন ২৯ জন। এই অবস্থায় সতর্ক থাকার বদলে তাদের ঢিলেঢালা অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
রোববার ডায়নামো ব্রেস্ত ও এফসি মিন্সকের খেলা দেখতে হাজির ছিলেন এক হাজারের বেশি দর্শক। শুধু তাই নয়, জনপ্রিয় ক্লাব ডায়নামো ৩-১ গোলে জেতার আনন্দে আলিঙ্গনও করতে দেখা যায় তাদের। তাদের কাউকেই মাস্ক পরতেও দেখা যায়নি।
অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলা হয়েছিল ভিন্ন কথা। খেলা চালু রাখলেও বেলারুশ জানিয়েছিল মাঠ থাকবে দর্শকশূন্য। ফুটবলারদের দর্শকদের উপস্থিতির অনুভূতি দিতে গ্যালারিতে রাখা হবে ‘ম্যানিকুইন’ বা দর্শকদের মুখের ছবি। কিন্তু শারীরিক দূরত্বের তোয়াক্কা না করে মাঠে দর্শক ঢুকিয়েছে কর্তৃপক্ষ।
এতে চলছে সমালোচনা। কিন্তু দেশটির সরকার বলছে, করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রেখেছেন তারা। এই সংকটে তারা খুব একটা কাবুও নন।
Comments