লালমনিরহাটে বাড়ি ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করছে পুলিশ

Lalmonirhat quarrnetine.jpg
লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানার নেতৃত্বে শহরের নর্থবেঙ্গল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। ছবি: স্টার

লালমনিরহাটে গত চারদিনে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে অনেক মানুষ বাড়িতে ফিরেছেন। গণপরিবহন বন্ধ থাকায় এসব মানুষ ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে এসেছেন। তাদের প্রায় সবাই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিসহ দিনমজুর ও শ্রমিকের কাজ করেন।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফেরতদের ৯৬০ জনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে লালমনিরহাট জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাদের নজরদারিও করা হচ্ছে।

গত ১১ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে নারায়ণগঞ্জফেরত এক কাঠমিস্ত্রির করোনা শনাক্ত হওয়ার পর জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে। এলাকায় এলাকায় ঘুরে ফিরে আসা সেইসব লোকদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়। পরে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবিদা সুলতানা সাংবাদিকদের জানান, তিনি নিজেই বিভিন্ন স্থান থেকে ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা শক্তভাবে বিষয়টি নজরদারি করছে। কেউ যদি কোয়ারেন্টিন নিয়ম ভেঙে বাইরে আসেন, তাহলে পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফেরত আসা বাকি ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিভিন্ন স্থান থেকে ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করা না হলে লালমনিরহাট মারাত্মকভাবে করোনা ঝুঁকিতে থাকবে। সন্দেহ হলে প্রয়োজনে বাড়ি ফেরতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।’

Comments

The Daily Star  | English

Gaza rescuers say Israeli forces kill 60, half near aid centres

Civil defence spokesman Mahmud Bassal told AFP that five people were killed while waiting for aid in the southern Gaza Strip and 26 others near a central area known as the Netzarim corridor, an Israeli-controlled strip of land that bisects the Palestinian territory

22m ago