এবার নীলফামারী লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এবার নীলফামারী জেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
এক লিখিত আদেশে আজ মঙ্গলবার থেকে নীলফামারী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত জেলা লকডাউন থাকবে বলে আদেশে জানানো হয়েছে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এক সপ্তাহে চার উপজেলায় চার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়েছে।’
Comments