পটুয়াখালীতে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ইউনিট

Patuakhali_Floating_Quarent
মঙ্গলবার সকালে পটুয়াখালীতে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ইউনিট প্রস্তুত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ছবি: স্টার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে এ. আর. খান-১ লঞ্চ পরিদর্শন শেষে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে যারা পটুয়াখালীতে আসছেন তাদের শহরের বাইরে ভাসমান কোয়ারেন্টিন ইউনিটে রাখা হবে।’

পটুয়াখালী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, ‘তুষার শিপিং লাইনের মালিকানাধীন এ. আর. খান-১ লঞ্চটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। এটি ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই লঞ্চে ৪০টি ডাবল ও ৩৮টি সিঙ্গেল কেবিন আছে।’

মতিউর ইসলাম চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে আলোচনা করে বন্দর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। ভাসমান কোয়ারেন্টিন ইউনিটে চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago