দেশে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া, মারা গেছেন ৪৬ জন।
সর্বশেষ আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত হয়েছেন ২০৯ জন এবং মারা গেছেন সাত জন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ১২ জনে দাঁড়িয়েছে এবং মোট মৃতের সংখ্যা ৪৬। এ ছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন।
আরও পড়ুন:
Comments