মানিকগঞ্জে জেলা প্রশাসকের অভিযান, গাড়ি জব্দ

সাধারণ ছুটি চলাকালীন নির্ধারিত সময়ের পর রাস্তায় গাড়ি বের করায় মানিকগঞ্জে মোটরসাইকেলসহ ১০টি গাড়ি জব্দ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকগঞ্জে মোটরসাইকেলসহ ১০টি গাড়ি জব্দ করেছে জেলা প্রশাসন। ছবি: স্টার

সাধারণ ছুটি চলাকালীন নির্ধারিত সময়ের পর রাস্তায় গাড়ি বের করায় মানিকগঞ্জে মোটরসাইকেলসহ ১০টি গাড়ি জব্দ করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের শহীদ রফিক সড়ক ও শহরের অন্যান্য সড়কে অভিযানে এসব গাড়ি জব্দ করা হয়।

অভিযানে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, অভিযানে ওষুধ ও জরুরি যৌক্তিক কারণ ছাড়া যারা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের গাড়ি জব্দ করে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানে বিভিন্ন ওষুধের দোকান সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে কিনা এবং অতিরিক্ত দামে ওষুধ বিক্রি হচ্ছে কিনা, তাও যাচাই করা হয়।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনার বাইরে কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। অনিয়ম করলে কেউ ছাড় পাবে না।

Comments

The Daily Star  | English
‘No rule of game’ in collecting remittance

Remittance inflow climbs 21% in November

Migrant workers sent home $1.93 billion in November this year, which was $1.59 billion in the same month last year.

43m ago