করোনায় মৃত চিকিৎসকের সংক্রমণের কারণ অনিশ্চিত

প্রতীকী ছবি। (সংগৃহীত)

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত সিলেটের প্রথম ও একমাত্র ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের সংক্রমণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেননি।

আজ বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যাওয়া এই চিকিৎসক গত ৫ এপ্রিল করোনা শনাক্তের পর থেকে প্রথমে সিলেট ও পরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ ছাড়াও নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দিতেন ডা. মঈন এবং নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাসায় থাকতেন তিনি।

এর যে কোনো স্থানে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বিবেচনা করে তার পরিবারের সদস্য, প্রতিবেশী ও সহকর্মীসহ মোট ১২ জনের পরীক্ষার পর আর কেউ করোনা আক্রান্ত নন বলেও নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

গতমাসের শেষ সপ্তাহ থেকেই করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় নিজে থেকে হোম কোয়ারেন্টাইনে থাকেন ডা. মঈন। এর সপ্তাহখানেক পর করোনার লক্ষণ দেখা দেওয়ায় গত ৪ এপ্রিল তার রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়।

৫ এপ্রিল আইইডিসিআর থেকে ডাক্তার মঈনের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান সিলেটে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

এরপর দুদিন বাসায় চিকিৎসাধীন থাকার পর ৭ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হয় এবং তার পরদিন তাকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘একজন ব্যক্তি কীভাবে করোনা সংক্রমিত হয়েছেন তা নিশ্চিত করে বলা খুব কঠিন। তবে তার পরিবারের সদস্য, প্রতিবেশী ও সহকর্মীদের ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, কিন্তু তাদের কেউই করোনা আক্রান্ত নন। এখন পর্যন্ত সিলেটেও আর কোনো করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়নি।’

আরও পড়ুন:

করোনায় সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

দেশে ৫৪ চিকিৎসক করোনায় আক্রান্ত: বিডিএফ

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago