কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীর ধনিবাম গ্রামের বাসিন্দা জাহিদুল হকের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে বাগানের মধ্যে মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান বলেন, ‘মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা জানান, কিছুদিন ধরে পারিবারিক ঝামেলায় ছিলেন তিনি। এ কারণে তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যান। পরে তিনি আনতে গেলেও আসেনিনি। এসব কারণে জাহিদুল আত্মহত্যা করতে পারেন।
Comments