বাউফলে ৪২ টন সরকারি চাল জব্দ, আটক ২

পটুয়াখালীর বাউফলের বগা বাজার থেকে ৪২ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় স্থানীয় এক চাল ব্যবসায়ী ও ট্রলার মালিককে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল পটুয়াখালী বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ বগা বন্দরে অভিযান চালায়। বন্দরের উত্তর পাশের গলিতে ওই চাল ব্যবসায়ীর গোডাউনে ট্রলার থেকে শ্রমিকরা চাল নেওয়ায় সময় ৪২ টন চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল আছে।’
তিনি জানান, ওই চাল ব্যবসায়ী জনপ্রতিনিধিদের কাছ থেকে এগুলো ক্রয় করেছেন।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং এ তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Comments