করোনাভাইরাস

আরও ৪০ হাজার পরিবারকে প্রাণ-আরএফএলের খাদ্য সহায়তা

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে প্রাণ-আরএফএল গ্রুপ। দ্বিতীয় দফায় রাজধানীসহ দেশের ২০টির বেশি জেলায় ৪০ হাজার পরিবারকে শুকনো খাবার দিচ্ছে তারা।
PRAN RFL Group.jpg
দরিদ্রদের মধ্যে প্রাণ-আরএফএলের খাদ্য সহায়তা। ছবি: প্রাণ-আরএফএল

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে প্রাণ-আরএফএল গ্রুপ। দ্বিতীয় দফায় রাজধানীসহ দেশের ২০টির বেশি জেলায় ৪০ হাজার পরিবারকে শুকনো খাবার দিচ্ছে তারা।

আজ বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, নুডুলস, বিস্কুট, টোস্ট, দুধ, কেক ও জুস। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসব খাদ্য বিতরণে সহযোগিতা করছেন।

ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং চট্টগ্রাম, ফেনী, রংপুর ও নাটোরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, বগুড়া, বরিশালসহ আরও কয়েকটি জেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় এ মুহূর্তে সমাজের দিন আনে দিন খায় এমন মানুষ খুব কষ্টে দিন পার করছেন। এ সংকটে আমরা দরিদ্র পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।’

এর আগে, সাধারণ ছুটি ঘোষণার পর চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকার পাশাপাশি গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে কয়েক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রাণ-আরএফএল গ্রুপ। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, বিস্কুট ও নুডুলস।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

18m ago