শরীয়তপুর জেলা লকডাউন

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ সন্ধ্যা থেকে শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা থেকে এ লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে শরীয়তপুর থেকে কেই বাইরে যেতে পারবে না ও পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ এই জেলায় ঢুকতে পারবে না।

তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি সেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য সংগ্রহ ও পরিবহন লকডাউনের আওতামুক্ত থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Israel launches major attack on Iran: what we know so far

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

2h ago