ফেনীতে স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা

ফেনীতে নির্মমভাবে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী ওবায়দুল হক ভূঁঞা টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ২টার দিকে ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ড বারাহিপুরে কুপিয়ে হত্যা করা হয় তাহমিনা আক্তার (২৮) কে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, স্ত্রীকে হত্যার ঘটনা ফেসবুক লাইভে ঘটান টুটুল। সেখানে নিজেই হত্যার দায় স্বীকার করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, টুটুল ঢাকায় একটি কাপড়ের দোকানে চাকুরি করতেন। স্ত্রী ও মেয়ে ফেনীর বাড়ীতেই থাকতেন। করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটিতে টুটুল ফেনীর বাড়ীতে চলে আসেন।
প্রায় সাড়ে ৩ বছর আগে ফেনী পৌরসভার বারাহিপুর গ্রামের গোলাম মাওলা ভূঁঞার ছেলে টুটুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে আকলিমাকে বিয়ে করেন। তাদের দেড় বছরের একটি মেয়ে আছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Comments