বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিটেক্স কটন ওয়্যার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পুলিশ লাইন্স এলাকার কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান, কারখানায় ৪ শতাধিক শ্রমিক কাজ করেন। যাদের গত মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। গত ২৫ মার্চ সাধারণ ছুটি দেওয়ার পর কবে বেতন পরিশোধ করা হবে এ বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানায়নি।
তারা অভিযোগ করেন, গত ১২ এপ্রিল শ্রমিকদের মোবাইল ফোনে মালিকপক্ষ থেকে জানানো হয় ১৪ এপ্রিল জন্মনিবন্ধন ও কার্ডের ফটোকপি জমা দেওয়ার জন্য। ১৪ এপ্রিল এসব জমা দিলেও, জানানো হয়নি বেতন কবে দেওয়া হবে।
কারখানার এক শ্রমিক জানান, ‘ছেলে মিয়ে নিয়ে এখানে ভাড়া বাসায় আছি। ২০ দিনে টাকাও শেষ হয়ে গেছে। এখন কোথা থেকে বাসা ভাড়া দেব আর কোথা থেকে খাবারের ব্যবস্থা করব? বাচ্চার দুধ কেনার মতো টাকাও আমার কাছে নেই।’
দুপুর ২টার দিকে শিল্প পুলিশের সদস্যরা সেখানে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।
শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মালিকপক্ষ ২৫ এপ্রিল বেতন পরিশোধ করবে ঘোষণা দিলে এ নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে বিকেএমইএর সঙ্গে কথা বলে আগে বেতন পরিশোধের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। মালিকপক্ষও ২৫ এপ্রিলের আগেই বেতন পরিশোধের ব্যবস্থা করবে বলে জানিয়েছে।
এদিকে ইউনিটেক্স কটন ওয়্যার এর পরিচালক মো. ফরহাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
Comments