ঢাকা থেকে স্ত্রী-সন্তানকে কর্মস্থলে আনলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

স্ত্রী ও দুই সন্তানকে ঢাকার মিরপুর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে নিজের কর্মস্থলে নিয়ে এসেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া।

বিভিন্ন সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দ সরকারি গাড়ি আনতে চালক মো. হানিফসহ মঙ্গলবার ভোরে ঢাকায় যান কমলগঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গাড়ি নিয়ে ফিরবার সময় স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে করে সেদিনই সন্ধ্যায় ফিরে এসে সরকারি কোয়ার্টারে উঠেন তিনি।

জরুরি সেবা সংশ্লিষ্ট বাদে অন্যদের ঢাকায় ঢোকা ও বের হওয়ায় সরকারি নিষেধাজ্ঞার মধ্যে স্ত্রী-সন্তানদের নিয়ে যাওয়ার কারণ জানতে একাধিক বার তার মোবাইলে কল করেও সাড়া পাওয়া যায়নি।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঙ্গে করে স্ত্রী-সন্তানদের আনায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার কথা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh steps up efforts to recover laundered money: BB governor 

“We are taking action against those who fled abroad with funds from Bangladesh, and coordinated efforts are underway at both national and international levels,” he said

2h ago