কুমিল্লার চান্দিনায় ১ চিকিৎসকসহ ৩ জনের করোনাভাইরাস শনাক্ত
কুমিল্লার চান্দিনায় এক চিকিৎসকসহ তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার আইইডিসিআর থেকে ওই তিন জনের রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক।
তিনি জানান, আক্রান্ত চিকিৎসক চান্দিনার স্টেশন রোডের একটি বেসরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। ধানসিঁড়ি আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ভাড়া থাকেন তিনি।
আক্রান্ত অপর দুজন হলেন—চান্দিনা মধ্য বাজারের দত্ত ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনিশিয়ান ও উপজেলা সদরের মহারং শান্তিবাগ এলাকার এক সৌদি প্রবাসী (৫০)। এক্সরে টেকনিশিয়ানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তিনিও ধানসিঁড়ি আবাসিক এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।
আক্রান্তদের রিপোর্ট পাওয়ার পর আজ বিকেলে ধানসিঁড়ি আবাসিক এলাকার দুটি বাড়ি, মহারং শান্তিবাগ এলাকার একটি বাড়ি, আক্রান্ত ডাক্তারের কর্মস্থল লকডাউন করা হয়েছে।
চান্দিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments