উড়োজাহাজে ওঠানোর আগে যাত্রীদের করোনা পরীক্ষা এমিরেটসের

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে যাত্রীদের উঠানোর আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করছে এমিরেটস এয়ারলাইনস। পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে দশ মিনিটের মধ্যে। এ ধরনের ব্যবস্থা এই প্রথম কোনো এয়ারলাইনস নিলো।
Emirates-tests
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিউনিসিয়াগামী যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে যাত্রীদের উঠানোর আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করছে এমিরেটস এয়ারলাইনস। পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে দশ মিনিটের মধ্যে। এ ধরনের ব্যবস্থা এই প্রথম কোনো এয়ারলাইনস নিলো।

দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের সহযোগিতায় গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে তিউনিসিয়ায় যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের পরীক্ষা করার মাধ্যমে এই কার্যক্রমের শুরু হয়।

দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, এমিরেটস তাদের সব ফ্লাইটের জন্যই এই পদ্ধতি চালু করতে যাচ্ছে। এ বিষয়ে এমিরেটসের চিফ অপারেটিং অফিসার আদেল আল রেধা বলেন, ‘আমরা পরীক্ষার সক্ষমতা বাড়ানোর এবং অন্যান্য ফ্লাইটগুলোতেও এ ধরনের পরীক্ষা সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়ে কাজ করছি।’

দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের মহাপরিচালক হুমাইদ আল কুতামি বলেন, ‘আমরা বিমানবন্দরে যাত্রীদের দ্রুত করোনা পরীক্ষার কার্যক্রম বাস্তবায়নে এমিরেটসের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।’

এর পাশাপাশি করোনাভাইরাস ছড়িয়ে পরা প্রতিরোধের জন্য নেওয়া সব ধরনের সতর্কতা অনুসরণ করছে এয়ারলাইনসটি। বাধ্যতামূলক গ্লাভস, মাস্ক থেকে শুরু করে দূরত্ব বজায় রেখে চলা, সব নিয়মই তারা মেনে চলছে। প্রতিবার ফ্লাইট পরিচালনা শেষে দুবাই ফিরে জীবাণুমুক্ত করা হচ্ছে উড়োজাহাজগুলো।

১ মে পর্যন্ত সীমিত আকারেই নিয়মিত যাত্রীদের দুবাই থেকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago