সিলেটে আরও ২ জন করোনায় আক্রান্ত
সিলেটে আরও দুজনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোগীদের মধ্যে একজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়, অন্য জন গোয়াইনঘাট উপজেলাল। তাদের দুজনেরই বয়স ৩০ বছরের কাছাকাছি।
প্রেমানন্দ মণ্ডল বলেন, সংক্রমণ নিশ্চিত হওয়ার পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। গতকাল বুধবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে।
Comments