বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তায় অবস্থান করছিলো।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিমানবন্দর সড়কের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে পোশাক শ্রমিকরা আজ সকাল ১১টা থেকে সড়ক অবরোধ করে রেখেছে।’
‘পুলিশ তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে’ বলেও উল্লেখ করেন তিনি।
Comments