আজও বেতনের দাবিতে রাস্তায় ৩ হাজার পোশাক শ্রমিক

মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে বিক্ষোভে নেমেছে অন্তত তিন হাজার পোশাক শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল থেকে কারখানার গেটে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
Savar_Garments_Worker
ছবি: সংগৃহীত

মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে বিক্ষোভে নেমেছে অন্তত তিন হাজার পোশাক শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল থেকে কারখানার গেটে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় অন্তত তিন হাজার শ্রমিক ছয়টি কারখানাগুলোর সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। বিজিএমইএ আগামী ২০ এপ্রিল শ্রমিকদের বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে দেওয়ায় মালিকরা এই সু্যোগ কাজে লাগাচ্ছেন।’

ঢাকা শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকটি কারখানায় শ্রমিকরা বেতনের দাবিতে অবস্থান নিয়েছে। কিছু শ্রমিকদের আমরা বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। কারখানা কর্তৃপক্ষকের সঙ্গে যোগাযোগ করছি। আগামী ২০ এপ্রিলের মধ্যে যেন তারা শ্রমিকদের বেতন পরিশোধ  করেন সে বিষয়ে আমরা কথা বলবো।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago