নাসিরনগরে সেই প্রবাসীর পরিবারের আরও ৩ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়াফেরত প্রবাসীর পরিবারের আরও তিন সদস্য আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে আমাদের হাতে রিপোর্ট এসেছে। ওই প্রবাসীর ১৯ বছর বয়সী ভাই ও তিন বছর বয়সী কন্যা শিশু করোনায় আক্রান্ত হয়েছে। গত ১৩ এপ্রিল তার স্ত্রীর নমুনা পরীক্ষা শনাক্তের বিষয়টি জানা গিয়েছিল। তখন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আইসোলেশনে পাঠানো হয়। নতুন আক্রান্ত দুজনকেও জেলা শহরে আইসোলেশনে পাঠানো হবে। ইতোমধ্যে আক্রান্ত যুবকের বাবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে মারা যাওয়া তিন জনসহ ১৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।
গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯০ জনকে হোম কোয়ারেন্টিন ও ১১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নয় জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা ৪ হাজার ৪৭৯ জনের মধ্যে ৩ হাজার ৮৯৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
Comments