সেনাবাহিনীর গাড়িবহরের ট্রাক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১
ঢাকায় সেনাবাহিনীর গাড়িবহরের একটি ট্রাক দুর্ঘটনায় আজ সকালে এক সেনাসদস্য নিহত ও ট্রাকে থাকা আরও ২১ জন আহত হয়েছেন। আহতদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে দুর্ঘটনার কথা জানিয়ে বলা হয়, নিহত সৈনিকের নাম প্রিন্স। সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে দুর্ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আইএসপিআর জানায়, সাভার সেনানিবাস হতে জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে কনভয়ের তিন টনের ট্রাকটি উল্টো পথে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
Comments