ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী করোনায় আক্রান্ত
ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে কাজ করেন। তার করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। গতকাল তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয় এবং আজ দুপুরে রিপোর্ট আসে।
এটিই ধামরাই উপজেলার প্রথম করোনা শনাক্তের ঘটনা বলে তিনি জানান।
তার সংস্পর্শে যে সব কর্মকর্তা, কর্মচারী এসেছেন কোয়ারেন্টাইনের জন্য তাদের তালিকা করা হচ্ছে বলে তিনি জানান।
Comments