হটলাইনে ফোন করলেই পৌঁছে যাবে খাদ্য সহায়তা
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে গঠিত হয়েছে ত্রাণ বিতরণ কার্যকরী কমিটি। এই কমিটির সদস্যের কাছে থাকা দুটি হটলাইন নম্বরে ফোন করলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে খাদ্য সামগ্রী।
এ উদ্যোগ নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) এ বি তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে আসন্ন রমজান মাসে সাধারণ মানুষকে যেন বাজারে যেতে না হয় সেজন্য ‘ভ্রাম্যমাণ শপ’ চালুর ইচ্ছা আছে। যেখান থেকে মানুষ ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘চলমান পরিস্থিতির উন্নতি না হলে রমজানের শুরুতে ১০ হাজার মানুষকে ইফতার সামগ্রী দেব। ঈদের আগেও সমান সংখ্যক মানুষকে ঈদ উপহার দেওয়া হবে।’
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ জানান, ত্রাণ বিতরণ কমিটির সদস্যদের কাছে দুটি হটলাইন নম্বর থাকবে। এই নম্বরে ফোন করলে স্থানীয় নেতাকর্মীরা যাচাই-বাছাই করে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেবে।
এ বি তাজুল ইসলাম বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং জাতীয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভাপতি দায়িত্বে আছেন।
Comments