মাদারীপুর জেলা ও ধামরাই পৌরসভা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাদারীপুর জেলা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এ বিষয়ে একটি লিখিত আদেশ জারি করেন।
লিখিত আদেশে বলা হয়, জেলার ভেতরে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া, জেলায় বাইরে থেকে জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই
সাভার থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীসহ পৌর এলাকায় দুই জন করোনা আক্রান্ত হওয়ার পর ধামরাই পৌরসভাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চত করে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কর্মীসহ দুই জনের করোনা আক্রান্তের খবর নিশ্চত হওয়ার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিকেলে পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানিয়েছেন, আক্রান্ত ওই কর্মীর সংস্পর্শে থাকা তিনিসহ স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন কর্মকর্তা ও কর্মচারিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছ।
Comments