টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নুরুন্নবী গ্রুপের প্রধান মোহাম্মদ নুরুন্নবীসহ (৩৪) পাঁচ রোহিঙ্গা সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ টি এলজি, ১১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে। আটক অন্য চার সদস্যের নাম জানা যায়নি।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘রোহিঙ্গা সদস্য নুরুন্নবীর নেতৃত্বে এই দলটি দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় অপরাধকর্ম চালিয়ে আসছিল। আটকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করা হয়। আদালত তাদের জেলে পাঠিয়েছেন।’
Comments