কুড়িগ্রামে রাস্তায় শুয়ে ত্রাণের দাবি

কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় শুয়ে ত্রাণের দাবি জানান খাদ্য সহায়তা না পাওয়া মানুষেরা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাস্তায় শুয়ে ত্রাণের দাবি জানিয়েছেন করোনায় কাজ হারানো শতাধিক মানুষ। আজ বৃহস্পতিবার দুপুরে উলিপুর-রাজারহাট সড়কে প্রায় ২ ঘণ্টা তারা বিক্ষোভ করেন।

ত্রাণের দাবিতে আসা উলিপুরের দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, ‘চেয়ারম্যান ও মেম্বাররা তাদের বাছাই করা লোককে ত্রাণ দেয়।

যারা তাদের ভোট দেয় নাই এমন সন্দেহভাজনকে ত্রাণ দেয় না।’

কয়েকদফা ত্রাণ বিতরণ করা হলেও তাদের কেউই খাদ্য সহায়তা পাননি বলে জানান।

বিক্ষোভে অংশ নেওয়া একজন জানান, ‘আমরা নিদারুণ কষ্টে দিন পার করছি। কিন্তু এখানকার কোন জনপ্রতিনিধি আমাদের খোঁজ নিচ্ছেন না।’

পরে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির আগামীতে সঠিক তালিকা অনুযায়ী ত্রাণ দেয়ার প্রতিশ্রতি দিলে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে যায়।

এলাকার ইউপি সদস্য আব্দুর রহিম রাজুর কাছে এনিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার ওয়ার্ডের তিন গ্রামের প্রায় ১৮শ চাহিদার বিপরিতে মাত্র একশ জনের বরাদ্দ পেয়েছি এবং এগুলো বিতরনও করা হয়েছে। এলাকার বাকি সবার জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ দেওয়া হবে।’

ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সী বলেন, তার এলাকায় কেউ অনাহারী

নাই। সরকারি ঘোষণা ছিল বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। এ কারণে সবাই ত্রাণ চায়।’

তিনি বলেন, ‘আমার ইউনিয়নে ৩৯ হাজার মানুষের বাস। তার মধ্যে ৩ দফায় সরকারিভাবে বরাদ্দের ১০ মেট্রিকটন চাল ও ১ মেট্রিক টন আলু পাওয়া গেছে। যা ১০০০ মানুষকে বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দ এলে তা দেওয়া হবে।’

 

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago