চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা
করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পাবনার চাটমোহর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘চাটমোহরের মূলগ্রাম ইউনিয়ন পরিষদের বামনগ্রামে নারায়ণগঞ্জফেরত এক যুবকের নমুনা পরীক্ষা করে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত। গতকাল সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে আসে। রাতেই ওই যুবকের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার অবস্থা স্থিতিশীল থাকায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়। রাত ১১টার দিকে পুরো উপজেলাকে লকডাউন করা হয়েছে।’
‘আপাতত চাটমোহর থেকে কেউ বাইরে যেতে পারবেন না, আবার বাইরে থেকে কেউ চাটমোহর উপজেলায় প্রবেশ করতে পারবেন না। কেবল জরুরি পণ্য পরিবহন ও জরুরি সেবা চালু থাকবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। কাঁচাবাজার খোলা থাকবে সকাল ১১টা পর্যন্ত, মুদি দোকান ও জরুরি পরিষেবা পাওয়া যাবে বিকাল ৫টা পর্যন্ত। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ছাড়া, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেউ এই নিষেধাজ্ঞা না মানতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে’— বলেন সরকার মোহাম্মদ রায়হান।
Comments