খুমেক হাসপাতালে আইসোলেশনে ২ জনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাতে খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রাম থেকে শ্বাসকষ্ট নিয়ে এক শিশু হাসপাতালে আসে। আজ দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। এর আগে খুলনা মহানগরের লবনচরা এলাকার ওই যুবককে সকাল সাড়ে ৯টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাঁপানী রোগী ছিলেন, শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। তারা দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি না নিশ্চিত হতে আমরা নমুনা সংগ্রহ করেছি।’
Comments