ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। আগামী ২০ এপ্রিল থেকে চেন্নাই-ঢাকা ও কলকাতা-ঢাকা রুটে ফ্লাইটগুলো পরিচালিত হবে। মূলত ভারতে উন্নত চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরে আনতে এই উদ্যোগ।
us-bangla-airlines-logo-1.jpg
ছবি: সংগৃহীত

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। আগামী ২০ এপ্রিল থেকে চেন্নাই-ঢাকা ও কলকাতা-ঢাকা রুটে ফ্লাইটগুলো পরিচালিত হবে। মূলত ভারতে উন্নত চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরে আনতে এই উদ্যোগ।

আজ শুক্রবার সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘৪৯ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে ব্যাংকক-ঢাকা রুটেও আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।’

তিনি বলেন, ‘আগামী ২০ থেকে ২৫ এপ্রিল প্রতিদিন চেন্নাই-ঢাকা রুটে ছয়টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালিত হবে। চেন্নাই থেকে বাংলাদেশ সময় দুপুরে সোয়া ১২টায় যাত্রা শুরু হবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দুপুর সোয়া ৩টায়। কলকাতা থেকে দুপুর সাড়ে ১১টায় যাত্রা শুরু হবে, ঢাকায় পৌঁছাবে দুপুর ১টায়। ভারত ও ব্যাংককে ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ফ্লাইট পরিচালনা করা হবে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আকাশ পথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে এক মাসেরও বেশি সময় আটকে পড়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া হাজারো বাংলাদেশি। প্রস্তুতির চেয়ে অতিরিক্ত সময় হাসপাতাল কিংবা হোটেলে থাকতে বাধ্য হওয়ায় আর্থিক সংকটে অনেকেই কঠিন সময় পার করছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago