জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত, জেলা লকডাউন

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত দুই জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ওই দুজনই জেলার প্রথম করোনা রোগী।
গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর, গতকাল রাত দশটা থেকে জয়পুরহাট জেলাকে লকডাউনের ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।
সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, আক্রান্ত ওই দুজন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। গতকাল রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনাভাইরাস শনাক্তের কথা জানানো হয়েছে।
এ ঘটনায়, জয়পুরহাটের জেলা প্রশাসক জাকির হোসেন গতকাল রাতে জেলা লকডাউনের বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা থেকে কেউ বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবেন না। কেবল জরুরি পণ্য পরিবহন ও জরুরি সেবা চালু থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comments