শিরোপা খোয়ানোর যন্ত্রণা ভুলতে কয়েক বছর লাগবে নিশামের

কিউই তারকার মতে, রসবোধ তাকে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।
jimmy neesham
ছবি: এএফপি

নয় মাস আগে রুদ্ধশ্বাস এক ম্যাচই উপভোগ করেছিলেন ক্রিকেটভক্তরা! বিশ্বকাপের নাটকীয় ফাইনালে ইংল্যান্ডের কাছে সুপার ওভারে গিয়ে হেরেছিল নিউজিল্যান্ড। তবে এতদিন পেরিয়ে গেলেও শিরোপা জিততে না পারার ব্যর্থতা মেনে নিতে পারেননি জেমস নিশাম। এখনও বিষয়টি মানসিক যন্ত্রণা দেয় এই কিউই অলরাউন্ডারকে।

করোনাভাইরাসের ফলে সৃষ্ট লকডাউনের সময়টা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কীভাবে কাটাচ্ছেন, তা নিয়ে ‘ইনসাইড মাই বাবল’ নামে একটি ওয়েব সিরিজ চালু হয়েছে। সেখানে নিশাম বলেছেন, গেল বছর জুলাইতে বিশ্বকাপ শিরোপা খোয়ানোর কষ্ট থেকে এখনও মুক্তি পাননি তিনি, ‘আমি ভেবেছিলাম এটা (যন্ত্রণা) আস্তে আস্তে কমে যাবে কিন্তু তা হয়নি। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।’

হাস্যরসাত্মক ও বিদ্রূপাত্মক বক্তব্য দেওয়ার কারণে খ্যাতি আছে নিশামের। বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্তদের বিনোদন দিয়ে থাকেন তিনি। এই তারকার মতে, রসবোধ তাকে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থায় মোকাবিলার ক্ষেত্রেও একই কৌশল গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি।

‘আমি মনে করি এটাই (রসবোধ) সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে খেলাটি খেলি আর আমার যে ক্যারিয়ার, সেখানে অনেক বাজে সময় এসেছে এবং সেকারণে আপনাকে এর মজার দিকটি দেখতে হবে, নইলে আপনি গভীর অন্ধকারে ডুবে যাবেন।’

‘আমি কঠিন সময় কাটানোর বিষয়ে অভ্যস্ত এবং এটা (করোনাভাইরাস পরিস্থিতি) নিশ্চিতভাবেই আরেকটি কঠিন সময়। তবে সবকিছুই একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায় এবং আমাদের সবসময় হাসি ধরে রাখা উচিত। কারণ, যখন আমরা এটা অতিক্রম করে যাব, তখন আমরা একটা ভালো জায়গায় অবস্থান করব এবং নতুন করে শুরু করতে তৈরি থাকব।’

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

5h ago