করোনায় দেশে আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৭৫। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৭৫। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩৮। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আরও নয় জন। মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৫৮।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এখন পর্যন্ত দেশে শনাক্ত হওয়া ১ হাজার ৮৩৮ জনের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে রয়েছেন শতকরা ২১ ভাগ, ৩১-৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন শতকরা ১৯ ভাগ, ৪১-৫০ বছর বয়সের মধ্যে রয়েছেন শতকরা ১৫ ভাগ। এদের মধ্যে শতকরা ৪৬ ভাগই ঢাকা শহরের ও ২০ ভাগ নারায়ণগঞ্জের।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago