শীর্ষ খবর

সুরভি-৮ লঞ্চ এখন করোনা আইসোলেশন ইউনিট

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বিলাসবহুল সুরভী-৮ লঞ্চ এখন থেকে করোনা রোগীর আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহৃত হবে।
সুরভী-৮ লঞ্চটিকে করোনা আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহারের ঘোষণা দেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস। ছবি: স্টার

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বিলাসবহুল সুরভী-৮ লঞ্চ এখন থেকে করোনা রোগীর আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহৃত হবে। 

আজ শুক্রবার সন্ধ্যায় কীর্তনখোলা নদীতে ভাসমান লঞ্চটিকে করোনা আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহারের ঘোষণা দেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস।

বরিশাল বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক আজমুল হুদা মিঠু বলেন, ‘লঞ্চের সিঙ্গেল ৪২ ও ডাবল ৩৪, ভিআইপি ৪ টি, ফ্যামিলি-৪, সেমি আইপি-২ সহ ৮৬ টি কেবিন রয়েছে, এসব কেবিন করোনা আক্রান্ত রোগীদের কেবিন হিসেবে গড়ে তোলা হবে।’

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘আগামীতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চাপ থাকলে এখানে করোনা রোগীদের সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য বরিশাল বিভাগে ৩৪ টি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ৬ টি জেনারেল হাসপাতাল, ১ টি মেডিকেল কলেজ হাসপাতালসহ মোট ৭৮২ টি বেড করোনা আক্রান্ত রোগী জন্য নির্ধারণ করা হয়েছে। লঞ্চগুলো আইসোলোসন ইউনিটে পরিণত হওয়ায় বেডের সংখ্যা আরও বাড়বে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago