কিশোরগঞ্জে ২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১৮
কিশোরগঞ্জে একদিনে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার ২৯ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
আক্রান্ত ১৮ জনের মধ্যে চার জন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। অন্যদের মধ্যে ভৈরব উপজেলার পাঁচ জন, কুলিয়ারচরের তিন জন , মিঠামইন তিন জন, অষ্টগ্রামের এক জন, নিকলীর এক জন ও এক জন কাটিয়াদী উপজেলার বাসিন্দা।
নতুন ১৮ জনকে দিয়ে শুক্রবার পর্যন্ত কিশোরগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জনে পৌঁছেছে।
Comments