শীর্ষ খবর

আইনমন্ত্রীর মা মুক্তিযোদ্ধা জাহানারা হক আর নেই

আইনমন্ত্রী আনিসুল হকের মা ও দেশের অন্যতম সংবিধান প্রণেতা প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী মুক্তিযোদ্ধা জাহানারা হক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ শনিবার ভোররাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।
Jahanara_Haque
জাহানারা হক। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হকের মা ও দেশের অন্যতম সংবিধান প্রণেতা প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী মুক্তিযোদ্ধা জাহানারা হক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ শনিবার ভোররাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহানারা হককে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মো. রেজাউল করিম আরও জানান, গত বছরের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে (বাদ জোহর) বনানীর ১১ নম্বর রোডের পাশে পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদ প্রাঙ্গণে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ২০০২ সালের ২৮ অক্টোবর মারা যান। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে তার ছোট ছেলে আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরের বছরের ১৫ জুলাই তার একমাত্র মেয়ে সায়মা ইসলামও ঢাকায় মারা যান।

গত কয়েক বছরে পরিবারের সকল সদস্যকে হারালেন আইনমন্ত্রী আনিসুল হক। ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় মন্ত্রী তার স্ত্রী নূর আমাতুল্লাহ রিনা হককেও হারান।

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

51m ago