করোনায় নারায়ণগঞ্জে পূজা উদযাপন পরিষদ নেতার মৃত্যু, আক্রান্ত স্ত্রী-ছেলে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি অরুণ দাস (৫৮) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার স্ত্রী ও ছেলেও করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অরুণ দাস মারা যান বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও সদর উপজেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা অরুণ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি মণ্ডলীরও সদস্য ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি রঞ্জিত মন্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে হাসপাতাল থেকে অরুণ দাসের ছেলে বাবার মৃত্যুর খবর জানান। তিনি তার বাবার মরদেহ নারায়ণগঞ্জে দাহ করার দাবি জানিয়েছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘১০ থেকে ১২ দিন ধরে অরুণ দাস জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে গত ১১ এপ্রিল পাঠানো রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরবর্তীতে তার স্ত্রী ও ছেলের নমুনা পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়। পরে তিন জনকেই কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।’
রঞ্জিত মন্ডল বলেন, ‘তাদের বাড়িতে কেউ বিদেশ ফেরত ছিলেন না। কিভাবে আক্রান্ত হয়েছেন বলা যাচ্ছে না।’
Comments