সাজেকের ৬০০ অসহায় পরিবারের পাশে পাহাড়ি প্রকৌশলীরা

করোনা পরিস্থিতিতে দেশে চলমান সাধারণ ছুটির কারণে অসহায় হয়ে পড়েছেন রাঙামাটির সাজেক এলাকার মানুষ। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি প্রকৌশলীদের সংগঠন হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সদস্যরা সাজেক ইউনিয়নের ৩৪ টি গ্রামের প্রায় ছয়শ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে।
ছবি: স্টার

করোনা পরিস্থিতিতে দেশে চলমান সাধারণ ছুটির কারণে অসহায় হয়ে পড়েছেন রাঙামাটির সাজেক এলাকার মানুষ। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি প্রকৌশলীদের সংগঠন হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সদস্যরা সাজেক ইউনিয়নের ৩৪ টি গ্রামের প্রায় ছয়শ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে।

আজ শনিবার তারা এসব পরিবারের মাঝে ৬ টন (৬০০০ কেজি) চাল বিতরণ করেন।

এসব চাল ওই এলাকায় ১, ২, ৩, ৫ ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্যদের কাছে তুলে দেওয়া হয়। প্রত্যেক পরিবারে ১০ কেজি করে বিতরণ করবেন ইউপি সদস্য ও কার্বারীরা।

এ ছাড়া, খাগড়াছড়ির ৯ মাইল এলাকার বিঞ্চু কার্বারী পাড়া এলাকায় ২ টন চাল বিতরণ করা হয়। কয়েকদিন আগে রাঙ্গামাটির নানিয়াচর, বরকল, জুরাছড়ি এলাকায় ২ টন চাল বিতরণ করা হয়েছিল।

হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা প্রকৌশলী মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী সবার কাছে আহ্বান জানিয়েছেন। তাই আমরা এ উদ্যোগ

নিয়েছি। পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে আমাদের সংগঠন সবসময় পাশে থাকবে।’

মানবিক ত্রাণ সহায়তা বিতরণ টিমে ছিলেন- খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও এই সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অপু চৌধুরী, ত্রাণ সহায়তা কমিটির আহবায়ক যত্ন মানিক চাকমা, সদস্য সুমিত চাকমা চুংকু, জেমিন চাকমা, রনেন চাকমা ও সুমিত্র চাকমা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago