করোনাভাইরাস

বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৬০ হাজার, যুক্তরাষ্ট্রে ৩৮ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ লাখেরও বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ মানুষ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনশূন্য নিউইয়র্কের ম্যানহাটনের একটি পার্ক। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ লাখেরও বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৯ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ২২৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৮ হাজার ৯১০ জন। এদের মধ্যে ১৭ হাজার ৫২০ জনই নিউইয়র্কের। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৬০৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ২০ হাজার ৬৩৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩ হাজার ২২৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯২৭ জন।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৭৮ জন, মারা গেছেন ১৯ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৮৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন, মারা গেছেন ৪ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৪০০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩১৪ জন, মারা গেছেন ১৫ হাজার ৪৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৪১৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮০৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৬৪৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৬ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

2h ago