করোনাভাইরাসের সংক্রমণ নেই, তাই খেলা শুরু হচ্ছে তুর্কমেনিস্তানে

করোনাভাইরাসের মহামারির কারণে প্রায় সারা দুনিয়ায় খেলাধুলা বন্ধ। বিতর্কের মধ্যেও কেবল চলছিল বেলারুশ ও তাজিকিস্তানের ফুটবল লিগ। এবার শুরু হতে যাচ্ছে তুর্কমেনিস্তান ফুটবল লিগও। তবে বেলারুশে পাঁচ হাজারের মতো করোনা আক্রান্ত রোগী মিললেও তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানে একজনও আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবু সতর্কতা হিসেবে তাজিকরা ফাঁকা মাঠেই খেলা চালাচ্ছিল। কিন্তু একদম স্বাভাবিক ঘরানায় ভরা গ্যালারিতেই ফুটবল লিগ শুরু করতে চলেছে তুর্কমেনিস্তান।
রোববার থেকে দর্শকদের প্রবেশ উন্মুক্ত রেখেই স্থগিত থাকা লিগ আবার চালু হচ্ছে তাদের। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা সংক্রমণের শঙ্কায় গেল মাসে লিগ স্থগিত করেছিল তুর্কমেনিস্তানের ফুটবল ফেডারেশন। কিন্তু এক মাসের মধ্যেও পরিস্থিতির কোনো রকম অবনতি না হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরেছে তারা।
দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, রোববার প্রথম ম্যাচে রাজধানীর আসখাবাদে বর্তমান চ্যাম্পিয়ন আলতিন আসির মুখোমুখি হবে কোপেতদাগের। গত মাসে লিগ বন্ধ হওয়ার সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কোপেতদাগের।
দর্শকদের মাঠে গিয়েই উপভোগের সুযোগ থাকছে খেলা। করোনার মহামারির সময়ে একেবারে উন্মুক্ত গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে খেলা চালুর ঘটনা এই প্রথম। বার্তা সংস্থা এএফপিকে দেশটির ৩৪ বছর বয়সী ফুটবল ভক্ত আসির ইউসুপভ জানান, ‘খেলার মাঠের আনন্দ-উল্লাস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।’
তার কথা, ‘আমাদের দেশে যেহেতু করোনাভাইরাস নেই, কেন খেলা শুরু করা যাবে না?’
এক সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল বেলারুশ, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। পশ্চিমা বিশ্বের সঙ্গে রাজনৈতিক নানান হিসেবের কারণেই দেশগুলোতে যাওয়া-আসা অবাধ নয়। অনেকে মনে করছেন, বাকি বিশ্বের সঙ্গে চলাচল অবাধ না থাকায় করোনার থাবায় এখনো কাবু নয় তারা। তবে দেশগুলোর সরকার তথ্য গোপন করছে কি-না এই নিয়েও প্রশ্ন রয়েছে।
Comments