সাভারে ষাটোর্ধ্ব দুজনকে উদ্ধার, করোনা সন্দেহে রাস্তায় ফেলে যাওয়ার শঙ্কা
ঢাকার সাভারের দুটি স্থান থেকে এক বৃদ্ধ ও এক বৃদ্ধাকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার রাতে জয়নাবাড়ি ও পৌর এলাকার মাঝিপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। স্বজনেরা তাদের করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এসব স্থানে ফেলে রেখে গেছেন বলে ধারণা করছে প্রশাসন।
সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকা বাসিন্দারা গতকাল সকাল থেকে আনুমানিক ৬৫ বছরের এক অসুস্থ নারী রাস্তার পাশে বসে আছেন বলে জানান। রাতে খবর পেয়ে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরা বলে জানা গেলেও স্বজনদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওই নারী।
নাজমুল হুদা বলেন, গতকাল গভীর রাতে সাভার পৌর এলাকার মাঝিপাড়া থেকে ৬০ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। তিনি রাস্তায় পড়ে পেটের ব্যথায় কাঁদছিলেন। তার কাছ থেকেও বিস্তারিত কিছু জানা যায়নি।
উদ্ধারের পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তারা করোনায় আক্রান্ত কিনা, তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্বজনেরা তাদের ফেলে রেখে গেছেন। স্বজনদের খোঁজ পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসাসহ সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তিনি।
Comments