মেয়েকে উত্যক্তের প্রতিবাদে বাবা খুন, ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার লালমাইয়ে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে খুনের অভিযোগে বেলঘর ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

কুমিল্লার লালমাইয়ে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে খুনের অভিযোগে বেলঘর ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শুক্রবার কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আমান উল্লাহ।

মামলার নথি থেকে জানা যায়, কৃষক আমান উল্লাহর স্কুলপড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও ইউপি মেম্বার দেলোয়ার হোসেন মজুমদারের ছোটো ভাই সোহরাব। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোহরাব বাড়িতে এসে উত্যক্ত করে। এসময় আমান উল্লাহর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বের হয়ে আসে এবং সোহরাবকে মারধর করে।

এ ঘটনায় সোহরাবের ভাই দেলোয়ার মেম্বারের নেতৃত্বে ১০-১২ জন রাত সাড়ে ১২টার দিকে আমান উল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

শুক্রবার দুপুরে আমান উল্লাহ বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চান । এতে ক্ষুব্ধ হয়ে মেম্বারের নেতৃত্বে কয়েকজন আমান উল্লাহকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং মারধর করে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে ফেলে রাখে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ ঘটনায় আমান উল্লাহর ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে শুক্রবার মেম্বারসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো সাত-আট জনের বিরুদ্ধে লালমাই থানায় মামলা করেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব জানান, শনিবার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি মেম্বার দেলোয়ারসহ অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

 

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

51m ago