বরিশালে করোনো অইসোলেশন ইউনিটে যুবকের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে জ্বর, শ্বাসকষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
dead body
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে জ্বর, শ্বাসকষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন জানান, পিরোজপুরের মঠবাড়িয়ার ৩২ বছরের ওই যুবক আজ সকালে মারা যান। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গত ১৮ এপ্রিল তিনি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। ল্যাব থেকে রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এই বিভাগে মোট ৩৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে বরিশাল জেলার ১৮ জন। আক্রান্তের মধ্যে দুই চিকিৎসকসহ নয় জন চিকিৎসাকর্মী রয়েছেন।

Comments