মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসক করোনা আক্রান্ত

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনা আক্রান্ত হলেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায়।
শনিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন জানান, চিকিৎসকসহ আজ রোববার রংপুরে নতুন তিন জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে দিনাজপুরের সদর উপজেলার একজন, গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন এবং রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে।
এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এদের মধ্যে গাইবান্ধায় ১৪, দিনাজপুরে ১১, নীলফামারীতে ৯, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ৬, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড়ে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Comments