পাচারকালে ১০ টাকা কেজি দরের ৪০০ কেজি চাল উদ্ধার
কক্সবাজার সদরের চেরাংঘর এলাকা থেকে পাচারের সময় ১০ টাকা কেজি দরের ৪০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
আজ রবিবার ভোরে এলাকাবাসীর সহায়তায় এসব চাল জব্দ করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুম খান জানান, সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের সরকারি চাল পাচার করছিল স্থানীয় এক ডিলার। খবর পেয়ে স্থানীয়রা তা আটকে দিয়ে ৯৯৯ নাম্বারে কল দেন। পরে টহলরত একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই ডিলার পালিয়ে যান। তবে সেখান থেকে ৪০ কেজি ওজনের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর বলেন, ‘চাল পাচারের দায়ে ওই ডিলার ও এক টমটম চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’
Comments