বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন ৭৯ বাংলাদেশি
ভারতে লকডাউনে আটকা পড়া ৭৯ বাংলাদেশি আজ রোববার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
এছাড়াও চিকিৎসা নিতে যাওয়া একজন ভারতের ভেলরে মারা গেলে তার মরদেহ আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বেনাপোল মেডিকেল অফিসার শুভংকর কুমার জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হবে। আজ যে ৭৯ জন যাত্রী এসেছেন তাদের আমরা যশোর- বেনাপোল মহাসড়কের গাজির দরগাহ নামক একটি মাদ্রাসায় রাখছি। কোয়ারেন্টিনে থাকার পর যদি কারো শরীরে করোনা শনাক্ত না হয়, তবে তারা বাড়ি যেতে পারবেন।
Comments