খাগড়াছড়ির যুবক করোনা আক্রান্ত ছিলেন না
চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যাওয়া যুবক করোনা আক্রান্ত ছিলেন না। তার নমুনা পরীক্ষার পর এটি জানা গেছে।
আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
তিনি বলেন, ‘ওই যুবক করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।’
‘খাগড়াছড়ি জেলা থেকে এখন পর্যন্ত ৬৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। ২৭টি নমুনার রিপোর্ট আমরা হাতে পেয়েছি’, বলেন তিনি।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির গুগড়াছড়িতে নিজ গ্রামে যান ওই যুবক। পরে সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি কোয়ারেন্টিনে ছিলেন। সবশেষ গতকাল সকাল ৮টার দিকে জ্বর, পেট ব্যথা ও ডায়রিয়া নিয়ে মারা যান তিনি।
Comments